মেশী এক বহুমাত্রিক নতুন কীটণাশক যা দ্বৈত ভাবে কাজ করে আর এতে ট্রান্সল্যামিনার গতিবিধি হয় যা পাতা নীচের তরে কীটদের নিয়ন্ত্রিত করে৷
দ্বৈত ভাবে কাজ করা
মেশী প্রথমে কীটদের স্নায়ু তন্ত্রকে নষ্ট করে দেয় আর এ তন্ত্রিকা কোষে সূচনা আর সংকেত প্রণালীর পরিবহন/ সংরচন কে বাধিত করে আর বাধা সৃষ্টি করে যার দ্বারা কীট পক্ষাঘাত/বিকলাঙ্গ হয়ে শীঘ্র মরে যায়৷
ফসলে বিভিন্ন প্রকারের কীটসমূহের ওপর যথেষ্ট প্রভাবশালী আর খরচ সাশ্রয়ী
বহুমাত্রিক
প্রভাবশালী ডিমনাশক ক্রিয়া
শীঘ্র উন্মুলন ক্রিয়া (তৎক্ষণাৎ মেরে ফেলে)
পার স্তরীয় ক্রিয়া
অসামান্য কীটণাশক- পেটেন্টের জন্যে আবেদন করা হয়েছে
কীটদের ওপর প্রভাবশালী গোলাপী সুন্ডী/ ইল্লী পতঙ্গ কীট সমূহ আর থ্রিন্স
মাত্রা (মি. লি. / একড়) ৬০০ মি. লি
অবশ্যই লক্ষ্য রাখবেন
শুধুমাত্র বলা পরিমাণই ব্যবহার করবেন।
প্রভাবশালী পরিণামের জন্যে পুরো কভারেজ সব থেকে জরুরী।
ছেটানোর সময় বলা দিক নির্দেশ আর সুরক্ষা সম্বন্ধিত বিষয়গুলির পালন করবেন।
যদি আপনি মেশী কিনতে চান তাহলে অনুগ্রহ করে যোগাযোগ করুন
সুরক্ষা টিপ্স: